মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

সিলেট -৩ আসনে শফি চৌধুরী ও সালামের মনোনয়ন লাভ



শফি আহমদ চৌধুরী (বামে) ও ব্যারিস্টার আব্দুস সালাম

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বর্ষিয়ান রাজনীতিবিদ শফি আহমদ চৌধুরী ও বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয় সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম।

মঙ্গলবার (২৭ নভেম্বর) বিএনপির গুলশান কার্যালয় থেকে শফি আহমদ চৌধুরী ও ব্যারিস্টার আব্দুস সালাম কে মনোনয়ন দেওয়া হয়। একটি বিশ্বস্ত সূত্রে মনোনয়ন প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে এক বিবৃতিতে মনোনয়ন বোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শফি আহমদ চৌধুরী। বিবৃতিতে তিনি তাঁর নির্বাচনী এলাকার সর্বস্তরের জনসাধারণের প্রতি ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সবার সহযোগিতায় আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলন তরান্বিত করতে হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!