বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ ও ওসমানীনগরের সংযোগরক্ষাকারী খালেরমুখ বাজার- জামালপুর সেতুর নির্মাণ কাজ শুরু



বহুল প্রতীক্ষিত ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার অন্যতম সংযোগরক্ষারকারী স্থান খালেরমুখ বাজার-জামালপুরে বড়ভাঙ্গা নদীর উপর সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এ সেতুর নির্মাণ কাজ শুরু হয়। এ উপলক্ষে রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানীনগরের খালেরমুখ বাজারে ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট- ২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান। সভাপতিত্ব করেন সালিশব্যক্তিত্ব মোবারক আলী।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাইয়ুমের স্বাগত বক্তব্যে ও মো. আব্দুর রব এবং সাতির আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন- উসমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ালী উল্লাহ্ বদরুল, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, দয়ামীর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরউদ্দিন আহমদ নুনু, ওসমানীনগর উপজেলা মৎস্যজীবি লীগের সভাপতি বশির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য শিরমান উদ্দিন, ওসমানী নগর উপজেলা যুবলীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এনামুল হক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, কোষাধ্যক্ষ এসএম হেলাল, ইউপি সদস্যদের মধ্যে- সিরাজ উদ্দিন খান আনহার, মাওলানা হাবিবুর রহমান, মিনহাজ আহমদ সাজন, জিল্লুর রহমান জিলু, সমাজকর্মী কামিল আহমদ, আনু মিয়া, মাহবুব রহমান, শফিক মিয়া, সুন্দর আলী, মাওলানা আব্দুর রব, হাবিব আহমদ, রুহেল আহমদ, বুরহান উদ্দিন, মইন উদ্দিন, আব্দুল মন্নান হুসন, মতছির আলী, লয়লু মিয়া, আব্দুল মন্নান, সুজন আহমদ প্রমুখ। ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন- খালেরমুখবাজার জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা হিফজুর রহমান।

জানাগেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধিনে বাস্তবায়িত ৫ কোটি ২৬ লাখ ৭৯হাজার টাকা ব্যয়ে খালেরমুখ বাজার- জামালপুর বড়ভাঙ্গা নদীর উপর ৩০০ মিটার চেইনেজ ৫৮ মি. দৈর্ঘ্য আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজ চলতি বছরে শেষ হওয়ার কথা রয়েছে। উক্ত সেতুটি বাস্তবায়ন হলে উভয়পাড়ের লোকজনরে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পাশাাপাশি যোগাযোগ ব্যবস্থাসহ এলাকার সামগ্রিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!