ইউক্রেনে রাশিয়ার সেনা অভিযানের ঘটনায় জরুরি বৈঠক ডেকেছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এক বিবৃতিতে, এ তথ্য জানিয়েছে বৃটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়। আজ সোমবার এই বৈঠকে তার সভাপতিত্ব করার কথা রয়েছে।
ইউক্রেনে হামলার বিষয়ে ঐক্যবদ্ধভাবে কি ব্যবস্থা নেয়া যায়, তা নিয়ে বিশ্বনেতাদের সঙ্গে আরও আলোচনার কথা রয়েছে তার। বর্তমানে ইউক্রেনের শরণার্থীদের কি সমর্থন দেয়া যায়, তা নিয়ে ভাবছে বৃটিশ সরকার।
এর আগে রোববার দিবাগত রাতে বৃটেনে বসবাসরত ইউক্রেনিয়ানদের পরিবারের বিষয়ে ঘোষণা দেয়া হয়। তবে বিরোধী দল লেবার বলেছে, এই প্রস্তাবটি আরো বৃহত্তর হওয়া উচিত। সূত্র অনলাইন বিবিসি