রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা শিক্ষকের মৃত্যু



মরহুম শিক্ষক মাসুক আলী

ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসার সাবেক শিক্ষক মাসুক আলী (৭০) মারা গেছেন। জানা যায়, উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ব্রাম্মনগ্রাম নিবাসী সাবেক শিক্ষক মাসুক আলী গত সোমবার ফজরের নামাজের পর কবর জিয়াতের উদ্দেশ্যে বের হন। এ সময় সিলেট-ঢাকা মহাসড়কের কসরতল নামক স্থানে একটি গাড়ি ধাক্কা দিলে তিনি আহত হন। পরে তাঁকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এবং ২০ নভম্বের (মঙ্গলবার) বিকাল সাড়ে ৪টায় হাসপাতালে তিনি মারা যান। ঘাতক গাড়ির কোন পরিচয় পাওয়া যায়নি।

শিক্ষক মাসুক আলী দীর্ঘ দিন হযরত শাহজালা (রাহ.) ফাযিল মাদ্রাসার শিক্ষক ছিলেন। তাঁর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নামে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে ও ১ ময়ে রেখে যান। তাঁর এ মর্মান্তিক মৃত্যুর সংবাদ নিশ্চিত করেন তাঁর বড় ছেলে রুজেল মিয়া।

এদিকে, শিক্ষক মাসুক আলীর অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান – মাদ্রাসা শিক্ষক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রছীন ওসমানীনগর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলীসহ সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!