সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন



বালাগঞ্জে রবিবার (২৩ ফেব্রুয়ারী) ৭২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠ ও সুন্দরভাবে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন সম্পন্ন হয়েছে। এসব নির্বাচন সকাল ৯টায় ভোট গ্রহণ শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়।

কাউন্সিলে উপজেলার ৭২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোটে নির্বাচিত হয়েছেন। স্টুডেন্ট কাউন্সিলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন কমিশনার, পুলিশ, সাংবাদিক, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার দায়িত্ব পালন করেন।

সরেজমিনে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা যায়, স্টুডেন্ট কাউন্সিলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। স্টুডেন্ট কাউন্সিলকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ভোট গ্রহণের সময় শিক্ষক ও শিক্ষিকারা শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন।

বালাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রাকিব ভুইয়া বলেন, সুষ্ঠ ও সুন্দরভারে উপজেলার ৭২টি বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!