রবিবার, ১৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় : শিক্ষামন্ত্রী

বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের বৃত্তি বিতরণ সম্পন্ন



শিক্ষামন্ত্রী ডাঃ দিপু মনি বালাগঞ্জ ও ওসমানী নগর উপজেলায় দুটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান চালু করা হবে জানিয়ে বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যায় আর অন্যরা ক্ষমতায় এলে দেশ পিছিয়ে যায়। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ওসমানীনগরে প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশন ট্রাস্ট ইউকের বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

মন্ত্রী আরো বলেন, শেখ হাসিনার সরকার সব সময় দেশকে এগিয়ে নিয়েছে আর অন্যরা এসে দেশকে পিছিয়ে দিয়েছে। ২০০১ সালে শেখ হাসিনার সরকার শিক্ষার হার ৬৮ ভাগ রেখে গিয়েছিলেন আর ২০০৯ সালে ফিরে এসে পেয়েছি মাত্র ৪৫ ভাগ। শেখ হাসিনা ৯৬ সালে দায়িত্ব গ্রহণকালে বিদ্যুৎ উৎপাদন ছিল মাত্র ১৬’শ মেগাওয়ার্ড, তিনি মাত্র ৫ বছরে উৎপদান বাড়িয়ে ১৩ হাজার ৫’শ মেগাওয়ার্ডে নিয়েছেন। কিন্তু পরবর্তীতে ফিরে এসে ৩২’শ মেগাওয়ার্ড উৎপাদন পাওয়া গেছে। এছাড়া শেখ হাসিনার সরকার দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করে রেখে গিয়েছিল কিন্তু অন্যরা খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছে।

প্রবাসী বালাগঞ্জ-ওসমানীনগর এডুকেশ ট্রাস্ট ইউকের সভাপতি রবিন পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা গুলো বলেন। মন্ত্রী প্রবাসী শিক্ষার উন্নয়নে কাজ করার জন্য প্রবাসী নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে তা অব্যাহত রাখতে অনুরোধ জানান।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট- ৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ গাজী, সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বৃত্তি বিতরণ অনুষ্ঠানের আহবায়ক আনহার মিয়া, ট্রাস্টের ট্রেজারার আনছার মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ্ ফরিদি, তাজপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনু মিয়া, সিলেট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং ডাঃ শাকির আহমদ শাহীন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আবদাল মিয়া, আনা মিয়া, চঞ্চল পাল, ঝলক পাল, এমএ মতিন, জুনেদ মিয়া, আবদুল কাদির খসরু, সাংবাদিক বদরুল আলম চৌধুরী, রজত দাস ভুলন, জুবেল আহমদ সেকেল, আনোয়ার হোসেন আনা, আবুল কালাম আজাদ, আবদুল মতিন, এসএম হেলাল, কয়েছ আহমদ, মুহিব হাসান, ফয়ছল আহমদ, আবু হানিফা, এসএ রায়হান, তারেক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, হান্নান মিয়া। অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী সাইফুর রহমান এবং গীতা পাঠ করেন সৃষ্টি জ্যোতি দেব। অনুষ্ঠানে এডুকেশন ট্রাস্টের পক্ষ থেকে দুই উপজেলার সাড়ে ৯শ’ শিক্ষার্থীর মাঝে প্রায় ৪০লাখ টাকার বৃত্তি প্রদান করা হয়।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!