বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

কামরানের মাগফেরাত কামনায় বালাগঞ্জে আওয়ামী লীগের দোয়া মাহফিল 



সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সদ্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফেরাত কামনায় বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) বাদ জোহর উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত মাহফিলে বদর উদ্দিন আহমদ কামরানসহ সদ্য প্রয়াত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং দেশে-বিদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী সকলের রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত সকলের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মতিন, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদ হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক হুসাইন আহমদ, যুবলীগ নেতা সফর আলী প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!