শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

জান মোহাম্মদ খালের উপর প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে ব্রীজের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রয়োজনে প্রধানমন্ত্রীর দু’পা ধরে সকল প্রত্যাশা পূরণ করবো: বালাগঞ্জে এমপি হাবিব



সিলেট -৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। পিছিয়েপড়া বালাগঞ্জের উন্নয়ন সাধনে আমার যে স্বপ্ন ছিল, তা এক-একটা করে বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন আগে আপনাদের এলাকায় মন্ত্রী এসে গেছেন। এসময় তিনি যেসব রাস্তা দেখে গেছেন, সেসকল রাস্তার মাটি ভরাট কাজ ২/৩ মাসের মধ্যেই শুরু হয়ে যাবে। চলতি জুন মাসের মধ্যেই সিলেট – সুলতানপুর- বালাগঞ্জ সড়কের উন্নয়ন কাজ শেষ হবে। পর্যাক্রমে কুশিয়ারা নদীর উপর সেতুর স্বপ্নও বাস্তবায়িত হবে। এছাড়া আমি আশাবাদী এবছরের মধ্যেই গাড়ী নিয়ে বড়ভাঙ্গা নদীর সেতু দিয়ে বালাগঞ্জ সদরে যাবো ইনশাআল্লাহ্।

তিনি আরো বলেন, আপনারা হতাশ হবেন না, ঐক্যবদ্ধ থাকেন। জননেত্রী শেখ হাসিনা আমাদের মায়ের মতন ‘প্রয়োজনের প্রধানমন্ত্রীর দু’পা ধরে বালাগঞ্জবাসীর সকল প্রত্যাশা পূরণ করবো।শনিবার (১২ মার্চ) দুপুরে সিলেট সুলতানপুর- বালাগঞ্জ সড়কের স্থানীয় জান মোহাম্মদ খালের উপর ব্রীজ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এ উপলক্ষে আজিজপুর বাজারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক এমএ মালেক।

পশ্চিমগৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুর স্বাগত বক্তব্যে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমদ মঞ্জুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মালেক রুনু, ডা. কাজল লস্কর, এমএ মতিন, আবু বক্কর সিদ্দীক, যুগ্নসাধারণ সম্পাদক মো. জুনেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা পরিষদের সদস্য লোকন মিয়া, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. দিলু মিয়া, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মাখন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. দুদু মিয়া, শিরমান উদ্দিন, ময়নুল ইসলাম সালেহ, ইউপি সদস্য মুহাম্মদ আলী, মো তারা মিয়া, গুলশের, খন্দকার আব্দুর রকিব, আওয়ামী লীগ নেতা মাহমুদ আলী কাচা, হাজী খলকু মিয়া, পাশা মিয়া, দৌলত মিয়া এবিন, চুনু মিয়া, লাল মিয়া, সৈয়দ মুস্তাক আহমদ, ইসমাঈল আলী, শফিকুল ইসলাম, সুহেল বারী, সাবেক ছাত্রলীগ নেতা সামসুল হক লেচু, ছাত্রলীগ নেতা মুজিবুর রহমান মোস্তফা প্রমুখ।এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি এমপি হাবিবুর রহমান হাবিব- বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে সিলেট সুলতানপুর-বালাগঞ্জ সড়কের স্থানীয় ‘জান মোহাম্মদ খালের উপর ব্রীজ’ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া প্রমুখ।

জানাগেছে, উক্ত ব্রীজ নির্মাণে ব্যয় হবে প্রায় ১২ কোটি টাকা। ৫০মিটার দৈর্ঘ্য ও ৭.৩ মিটার প্রস্ত এ ব্রীজটি বাস্তবায়ন করছে সড়ক ও জনপদ অধিদপ্তর সিলেট।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!