বালাগঞ্জে নানা আয়োজনে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা ও কেক কাটা। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার মাদ্রাসাবাজারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি শিপন আহমদ। প্রধান বক্তা হিসেবে বক্তৃতা করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রকিব জুয়েল।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান মাছুমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. কাজল লস্কর, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান পংকি, ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, উপজেলা আওয়ামী লীগের সদস্য শিরমান উদ্দিন, আওয়ামী লীগ নেতা চুনু মিয়া, লাল মিয়া, ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক জমির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সুহেল বারী, সালেহ আহমদ, এনামুল হক, উপজেলা ছাত্রলীগ নেতা মাহবুবুল আলম তুহিন, বেলাল আহমদ, মুজিবুর রহমান মোস্তফা, রাজু আহমদ, আব্দুল্লাহ আল মঈন, পূর্ব গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মির্জা কামরুল ইসলাম, পূর্ব পৈলনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ খোকন আহমদ, দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোহন আহমদ, মাহমুদুল করিম শাহান, যুগ্ম সাধারণ সম্পাদক কেশব পুরকায়স্থ, জুনেল বারী, আলম আহমদ, দফতর সম্পাদক ফয়েজ আলম রাব্বী, সহ সম্পাদক মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক জসিম আহমদ, ইউনিয়ন ছাত্রলীগের নেতা ইউছুফ আহমদ, জাকির হোসেন, রাহিম আহমদ, সালমান আহমদ, তুহিন আহমদ, নাঈম আহমদ, আজিজুল ইসলাম, কামরুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া চেয়ারম্যান ছাত্রলীগ নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন।