শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জের দেওয়ান বাজারে আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ



চলমান করোনাভাইরাসের প্রকোপ মোকাবিলায় ঘরে থাকা বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কর্মহীন, অসহায় ২শ’১০টি পরিবারকে আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের উদ্যোগে খাদ্যসামগ্রী প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্থানীয় নেহার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে এসব খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহ।

খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধনকালীন সময় উপজেলা নির্বাহী অফিসার দেবাংশু কুমার সিংহসহ অন্যান্যরা।

সৌদি আরবের রিয়াদস্থ সিলেট বিভাগ প্রবাসী পরিষদের সাবেক সভাপতি, আব্দুল আজিজ মাসুক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক-এর অর্থায়নে এসব খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আ.ফ.ম শামীম।

ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল আজিজ মাসুক

বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – সমাজসেবী মুজিবুর রহমান, তারা মিয়া, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কাদির, অর্থ সম্পাদক এসএম হেলাল, শিক্ষক ইব্রাহিম ফরহাদ, যুব নেতা শামীম আহমেদ, আব্দুল আহাদ প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!