বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

ফেঞ্চুগঞ্জের এক ব্যক্তি আইসোলেশনে



বিশেষ প্রতিনিধি :: ফেঞ্চুগঞ্জের মোমিনছড়া চা-বাগানের এক ব্যক্তিকে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত গভীর রাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালের আইসোলেশন ইউনিটে তাকে ভর্তি করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা।

নারায়ণগঞ্জ থেকে আসা ওই ব্যক্তি উপজেলার মোমিনছড়া চা-বাগানের বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জের একটি কোম্পানিতে কাজ করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেঞ্চুগঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ কামরুজ্জামান বলেন- ওই বাড়ির সকলকে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!