রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ১৩ জনের মৃত্যু



ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৩জন ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে সারাদেশে এক হাজার ১শ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

জানাগেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২হাজার ৪শ২৫জন রোগী। তাদের মধ্যে ১হাজার ৮শ৪৬ জনই ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এমন তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২লাখ ৩১ হাজার ২শ৪ জন।

বছরের একই সময়ে আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ২লাখ ২১ হাজার ৪শ৩৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৮হাজার ৬শ৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধিন রয়েছেন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি সংখ্যা ২হাজার ৬শ৯০ জন। বাকিরা রাজধানীর বাইরে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন