বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কাশ্মীর ইস্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাসে বালাগঞ্জে উত্তেজনা : ওসির উদ্যোগে নিষ্পত্তি



কাশ্মীর ইস্যু নিয়ে কার্তিক যাদব জিৎ নামক এক যুবক ফেসবুকে স্ট্যাটাস দিলে বালাগঞ্জে উত্তেজনা দেখা দেয়। স্ট্যাটাসের জন্য পরে সে ফেসবুক লাইভে এসে ক্ষমা ও চায়। তবে গোটা উপজেলায় এনিয়ে উত্তেজনা দেখা দেয়।

বালাগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে এ উত্তেজনা নিরসনে বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান যথাসময়ে যথাযথ উদ্যোগ নেন। তিনি শুক্রবার বিকালে তাৎক্ষণিক ভাবে উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে এক বিশেষ সভায় বসেন এবং এর নিষ্পত্তি করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, দপ্তর সম্পাদক চানপুর মসজিদের মোতাওয়াল্লী মোঃ আইয়ুব আলী, প্রচার সম্পাদক মোঃ নাসির উদ্দিন, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শান্তিব্রত চৌধুরী, সমাজসেবী মোঃ মাহমুদ মিয়া, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, সিলেট জেলা পূজা পরিষদের সদস্য ও সিলেট জেলা বাপসা সভাপতি রঙ্গেশ কুমার দাস, বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মোঃ তুহিন মনসুর, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোঃ আজাদ মিয়া, সহ-সাধারণ সম্পাদক মোঃ দুলু মিয়া, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ম আ মুহিত, সদস্য এনামুল হক রাবিদ, রশীদ আলী, বদরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য তপন কুমার বনিক, বালাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লয়লুছ মিয়া, বালাগঞ্জ ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি প্রদীপ দাস, সাধারন সম্পাদক পুলক দাস দুরন্ত, জেলা ছাত্রলীগ নেতা এ কে টুটুল, যুবলীগ নেতা লিটন মিয়া, ইব্রাহিম আলী সুজন, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক সিরাজুল ইসলাম রাজুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠিত সভায় বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সভাপতি রজত দাস ভুলনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান, বালাগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেযারম্যান মোঃ আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সেক্রেটারি শান্তিব্রত চৌধুরী, বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জুনেদ মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি মোঃ তুহিন মনসুর, উপজেলা পূজা পরিষদের সেক্রেটারি নয়ন তালুকদার প্রমুখ।

এদিকে কার্তিক যাদব জিৎ তার ভুল বুঝতে পেরে ফেসবুক লাইভ এসে ক্ষমা চাওয়ায় ও বিষয়টির নিষ্পত্তি হওয়ায় অনেকে ইতোমধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তাকে ক্ষমা করা কথা বলছেন। এবং বালাগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখার আহ্বান জানাচ্ছেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!