পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান বলেছেন “আজ আমাদের বুঝতে হবে, পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে কত বড় অত্যাচার হয়েছে।’
আল-কাদির ট্রাস্ট মামলায় জামিনে মুক্ত হয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান শনিবার(১৩ মে) লাহোরে তাঁর জামান পার্কের বাসা থেকে জাতির উদ্দেশে ভার্চ্যুয়ালি দেওয়া ভাষণে এসব কথা বলেন। তাঁর ভাষণ ইউটিউবে প্রচারিত হয়। এ সময় ইমরান আরোও বলেন, ‘স্বাধীনতা (আজাদি) সহজে আসে না। একে ছিনিয়ে নিতে হয়। এর জন্য ত্যাগ স্বীকার করতে হবে।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী গতকাল রোববার দেশব্যাপী ‘আজাদি’ বিক্ষোভের ডাক দিয়েছেন। ৯ মে তাঁকে গ্রেপ্তারের পর দেশজুড়ে মারাত্মক সহিংসতা ছড়িয়ে পড়ে। ১১ মে পাকিস্তানের সুপ্রিম কোর্ট আল-কাদির ট্রাস্ট মামলায় ইমরান খানের গ্রেপ্তার ‘বেআইনি’ ঘোষণা করেন। গত শুক্রবার ওই মামলায় ইসলামাবাদ হাইকোর্ট তাঁকে দুই সপ্তাহের জামিন দেন।
কয়েক মাস ধরে পাকিস্তান পিটিআই নেতা ইমরান সেনাবাহিনীর বিরুদ্ধে সোচ্চার। গত বছর লংমার্চের সময় তাঁর ওপর হামলায় পাকিস্তানি সেনা কর্মকর্তারা জড়িত ছিলেন এমন অভিযোগ তোলার কয়েক ঘণ্টার মধ্যে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দেশটির স্বাধীনতার ৭৫ বছরের ইতিহাসের প্রায় অর্ধেক সময় পাকিস্তান সেনাবাহিনী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতায় থেকেছে। লাহোরে নিজ বাড়ি থেকে দেওয়া বক্তব্যে ইমরান খান তাঁকে গ্রেপ্তারের পেছনে সেনাপ্রধানের হাত রয়েছে বলে অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘সেনাপ্রধানের কার্যক্রম আমাদের সেনাবাহিনীর বদনাম করেছে। তাঁর জন্যই সেনাবাহিনীর দুর্নাম হয়েছে, আমার জন্য নয়।’ তবে তিনি বর্তমান সেনাপ্রধান নাকি সাবেক সেনাপ্রধানের কথা বলেছেন, তা স্পষ্ট নয়। ক্ষমতা থেকে হটানোর জন্য সাবেক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়াকে দায়ী করে আসছেন ইমরান খান।