শুক্রবার, ৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

জাতীয় সংসদের বাজেট অধিবেশন ৩১মে শুরু



জাতীয় সংসদের বাজেট অধিবেশন আগামী ৩১ মে শুরু হচ্ছে। এই দিন বিকাল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। নবনিযুক্ত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার সাংবিধানিক ক্ষমতা বলে রোববার (১৪ মে) এ অধিবেশন আহ্বান করেছেন।

একাদশ জাতীয় সংসদের ২৩তম ওই অধিবেশনে ১ জুন আসন্ন ২০২৩-২৩ অর্থ বছরের বাজেট পেশ হতে পারে। সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের শেষ দিকে কোরবানির ঈদ থাকায় এ বছর অন্যান্য বছরের তুলনায় কিছুটা আগেভাগে বাজেট পাস হবে। সে কারণে এ বছর বাজেট পেশও কিছুটা আগে হচ্ছে।

১ জুন বাজেট পাস হবে এবং ৪ জুন প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনা শুরু হবে। সংসদ অধিবেশন শুরুর দিন সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!