বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ
Sex Cams

সুপ্রিম কোর্টের রায়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বহাল : মুসলিমপ্রধান ৫ দেশের অধিকাংশ নাগরিক যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবেন না



যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে নির্বাহী আদেশে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ফাইল ছবি)

কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রেখেছেন দেশটির সর্বোচ্চ আদালত। আজ মঙ্গলবার এই রায় দেন দেশটির সুপ্রিম কোর্ট।

এর আগে ট্রাম্পের এই সিদ্ধান্তকে অসাংবিধানিক ঘোষণা দিয়ে তা স্থগিতের রায় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের নিম্ন আদালত। মঙ্গলবার সর্বোচ্চ আদালত ট্রাম্পের সিদ্ধান্তের পক্ষেই রায় দিলেন। এই রায়ের ফলে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া ও ইয়েমেনের বেশিরভাগ নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তকে ট্রাম্প প্রশাসনের বিজয় হিসেবে দেখা হচ্ছে।

সর্বোচ্চ আদালতের এই আদশের খবর নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) পরিচালক এক বিবৃতিতে এই রায়কে আদালতের ‘বড় ধরনের ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন।

নিষেধাজ্ঞার প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদ (ফাইল ছবি)

গত বছরের জানুয়ারিতে ট্রাম্প এক নির্বাহী আদেশে সাতটি মুসিলমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তাতে যুক্তরাষ্ট্রজুড়ে প্রতিবাদের ঝড় উঠে। এই  দেশগুলো ছিল ইরাক, সিরিয়া, ইরান, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান। নিম্ন আদালতে ওই নির্বাহী আদেশের কার্যকারিতা সাময়িক স্থগিত করা হলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে উচ্চ আদালতে আপিল করা হয়। সানফ্রানসিসকোর ফেডারেল সার্কিট আদালতের তিনজন বিচারক নিম্ন আদালতের রায় বহাল রেখেছিলেন। তখনই জানানো হয়েছিল ট্রাম্প নতুন করে নির্বাহী আদেশ জারি করবেন। এরপর মার্চে ইরাককে বাদ দিয়ে নতুন করে নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। শুরু থেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরোধিতা করে আসছিল মানবাধিকার সংগঠনগুলো।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!