সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ঈদ শুভেচ্ছা



পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বালাগঞ্জ উপজেলাবাসীসহ দেশে-বিদেশে অবস্থানরত সর্বস্থরের জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর।

তিনি পবিত্র ঈদুল উপলক্ষে এক বিশেষ বার্তায় বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য, সত্য ও সুন্দরের জন্য ত্যাগ স্বীকারের এক প্রতীকী রূপ ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের সাথে মিশে আছে চরম ত্যাগ ও প্রভুপ্রেমের পরাকাষ্ঠা। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্মত্যাগের মানসিকতা সঞ্চারিত করে, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।

কোরবানির মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। কাঙ্খিত বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের ত্যাগ, সহমর্মিতা, ভালোবাসার আদর্শে অনুপ্রাণিত হতে হবে। বিত্তহীনদের সাহায্যে এগিয়ে আসতে হবে বিত্তবানদের। ঈদুল আজহা মানুষকে এই মহৎ আদর্শের দিকেই আহ্বান করে। তাই ত্যাগের এই উৎসবে আমরা নিজের ভেতরের আত্মম্ভরিতা ও স্বার্থপরতাকে কুরবানি দিয়ে প্রীতি ও ভালোবাসার বন্ধনে যেন আবদ্ধ হই।

তিনি বলেন, বালাগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময়ই অনন্য। সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে জাঁকজমকের সাথে নিজ-নিজ ধর্ম ও আচার-অনুষ্ঠানাদি পালন করে থাকে। বালাগঞ্জের সম্প্রীতির এই অনুপম ঐতিহ্যকে সমুন্নত রেখে বালাগঞ্জের কল্যাণে তা কাজে লাগাতে হবে।

ঈদুল আজহা সবার মাঝে বয়ে আনুক অপার আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বার্তা। ঈদের আনন্দকে উপলক্ষ করে কণ্টকমুক্ত হোক আমাদের সবার আগামী দিনের পথ চলা।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!