সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে সিলেটের বালাগঞ্জ উপজেলা। যা ইতোমধ্যে সর্বমহলে প্রশংসিত হচ্ছে। প্রতিবছরের ন্যায় এবারও সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা বন্ধন রক্ষায় তৎপর বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদসহ সহযোগী সংগঠন।
সোমবার (১২ আগস্ট) সকালে ঈদুল আজহার নামাজ আদায়ের পূর্বে বালাগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের সামনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে হিন্দু সমাজের নেতারা ঈদের জামাতে অংশ নিতে আসা মুসল্লিদের জন্য অজুর ব্যবস্থা করেন। শুধু তাই নয়, এ সময় পরিষদের নেতার ড্রাম ভর্তি পানি এনে ও মুসুল্লিদের অজু করানো হয়।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এমন উদ্যোগে আপ্লুত হয়ে ঈদের জামাতে আসা মুসল্লিরা তাদের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন। এক প্রতিক্রিয়ায় বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. তুহিন মনসুর বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির যা আজ স্বচক্ষে দেখলাম তা আমার কাছে ভাল লাগলো, এটা অব্যাহত থাকুক।
বালাগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি মো. জুনেদ মিয়া বলেন, আমাদের এ এলাকার সামাজিক বন্ধন খুবই মজবুত। আমরা যেমন পূজা উৎসবে যাই সহযোগিতা করি ঠিক তাঁরা ও আমাদের ঈদ উৎসবে সহযোগিতা করেছেন তা প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগত ভাব মনে করি ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশের মধ্যে বালাগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির এমন বিরল দৃষ্টান্ত অব্যাহত থাকুক।
বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মুনিম বলেন, বাংলাদেশের মধ্যে বালাগঞ্জের সাম্প্রদায়িক সম্প্রীতির এ বিরল দৃষ্টান্ত অব্যাহত থাকুক।
বালাগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বনিক ও সাধারণ সম্পাদক শান্তিব্রত চৌধুরী বলেন, বালাগঞ্জ একটি অসাম্প্রদায়িক জনপদ, এর ধারাবাহিকতা রক্ষার লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। তা অটুট থাকতে সকল মহলের সহযোগিতা অপরিহার্য। সিলেটসহ সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধন গড়ে উঠুক।
বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল সাকিব বলেন, সত্যিই বালাগঞ্জ উপজেলার সাম্প্রদায়িক সম্প্রীতি খুবই চমৎকার। বালাগঞ্জ উপজেলার এই সম্প্রীতি দেশের সব জায়গায় ছড়িয়ে পড়ুক। আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।