রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিক শিক্ষা পদক ২০১৯ এর জেলা বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত

সিলেট জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান বালাগঞ্জের মোস্তাকুর রহমান মফুর



প্রাথমিক শিক্ষার উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তাকুর রহমান মফুর। প্রাথমিক শিক্ষা পদক ২০১৯-এর জেলা বাছাই কমিটি তাঁকে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত করেন। মোস্তাকুর রহমান মফুর প্রায় তিন দশক ধরে জনপ্রতিনিধি হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

তিনি বালাগঞ্জ উপজেলা পরিষদের দু’বারের নির্বাচিত চেয়ারম্যান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চার বারের নির্বাচিত চেয়ারম্যান ও দীর্ঘদিন যাবত উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউপি চেয়ারম্যান থাকাবস্থায় তিনি শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন।

তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ) এর কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন। এছাড়াও তিনি ইতোমধ্যে সরকারি-বেসরকারি ভাবে ১০টি দেশে শিক্ষা সফর ও বিভিন্ন সেমিনারে সফলতার সহিত অংশ গ্রহন করেছেন।

আলাপকালে চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর বলেন, বিগত উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে প্রাথমিক শিক্ষাক্ষেত্রে সিলেট জেলার মধ্যে বালাগঞ্জ উপজেলা প্রথম স্থান অর্জন করে। তবে দুর্ভাগ্যবশত পরবর্তী ৫ বছর তিনি উপজেলা পরিষদের দায়িত্বে না থাকায় সে সফলতা ধরে রাখা সম্ভব হয়নি। তিনি শিক্ষাসহ উপজেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে অতীতের সে সফলতা পুনরুদ্ধারে প্রচেষ্ঠা চালিয়ে যাওয়ার অঙ্গিকার ব্যক্ত করে সকলের সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!