শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক কে হচ্ছেন?



ছবি: সংগৃহীত

তামিম ইকবাল নেতৃত্ব থেকে সরে গেছেন। গতকাল বৃহস্পতিবার গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় রুদ্ধদ্বার বৈঠক শেষে অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। আসন্ন এশিয়া কাপে তিনি খেলবেন না। এশিয়া কাপের পর নিউজিল্যান্ড সিরিজ দিয়ে তার মাঠে ফেরার কথা।

এমতাবস্থায় দেশের ক্রিকেটে বড় প্রশ্ন কে হচ্ছেন পরবর্তী অধিনায়ক? এই আলোচনায় এখন পর্যন্ত সাকিব আল হাসান এবং লিটন কুমার দাসের নাম সবচেয়ে উপরে আছে। দুজনের মাঝে সাকিব তো টেস্ট এবং টি-টোয়েন্টির নেতৃত্ব সামলাচ্ছেন। আর ওয়ানডের সহ-অধিনায়ক হিসেবে এর আগে একাধিক সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করেছেন লিটন। আফগানিস্তানের বিপক্ষে তো টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে নতুন অধিনায়কের প্রশ্নে বলেন, ‘যদি তামিম শুধু বলত যে এশিয়া কাপ খেলছে না, তাহলে তো আমাদের প্রস্তুত ছিলই, সহ-অধিনায়ক লিটন দাস হতেন (অধিনায়ক)। এখন এই মুহূর্তে আমি বলতে পারছি না দু-একজনের সঙ্গে কথা না বলে (নতুন অধিনায়ক কে) বলা যাচ্ছে না।’

ধারণা করা হচ্ছে, এশিয়া কাপের দল ঘোষণার দিন বা এর আগেই ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করা হতে পারে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!