করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধের লক্ষ্যে ঘরে থাকা বালাগঞ্জ উপজেলার কর্মহীন শ্রমজীবী ও দুস্থদের মধ্যে সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও বালাগঞ্জের বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আব্দুন নূর (নূর মিয়া) ও তাঁর পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। সিদ্দেক আলী ফাউণ্ডেশনের তত্বাবধানে উপজেলার ৬টি ইউনিয়নের ওয়ার্ড পর্যায়ে এ খাদ্য বিতরণ কর্মসূচির ২য় দিনে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলার পূর্ব গৌরীপুর ও পূর্ব পৈলনপুর ইউনিয়নের ১৮টি স্থানে স্থানীয় লোকজনের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বোয়ালজুড় ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী রফিক আহমদের নেতৃত্বে এ খাদ্য বিতরণ কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে অংশগ্রহণ করেন – বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জিতু, হেলাল আহমদ, পূর্ব পৈলনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক শামীম আহমদ, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর্জা আব্দুল বাছিত, পূর্ব গৌরীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রব সিদ্দীকী, সহসাংগঠনিক সম্পাদক ডা. আইন উদ্দিন, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা মোস্তফা খান, উপজেলা ছাত্রদলের সভাপতি আজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান তালুকদার, রিপন মিয়া, লাল সবুজ পেশাজীবী পরিষদের সভাপতি ফখরুল ইসলাম রাজু, বিএনপি নেতা বদরুল আলম, যুবনেতা রাজু আহমেদ, মিজান আহমদ, নাসির আহমদ, ছাত্রনেতা শাহজাহান গাজী, হুসেন আহমদ, আব্দুশ শুকুর প্রমুখ।
উল্লেখ্য, এর আগে গত বুধবার (১৫ এপ্রিল) উপজেলার দেওয়ান বাজার ও পশ্চিম গৌরীপুর ইউনিয়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।