সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

জনকল্যাণ বাজারে যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন



আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বালাগঞ্জ উপজেলার জনকল্যাণ বাজারে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাজারের মারহাবা সুপার মার্কেটে কার্যালয়ের উদ্বোধন করেন দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সেবুল মিয়া।

এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মী সভায় সভাপতিত্ব করেন যুবলীগ নেতা শাহিন আলম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সেলিম আহমদ, লায়েক আহমদ, জয়নাল আহমদ, রাসেল আহমদ, এনাম আহমদ, ছাত্রলীগ নেতা এমরুল হক, জাকির হোসেন, রাজু আহমদ, মিরাজ আহমদ, শাহাব উদ্দিন, আব্দুল মজিদ, নাসিম আহমদ, ফাহাদ আহমদ, জবরুল হোসেন, মো. নুরুজ্জামান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি শিহাবুল ইসলাম অনিক, সাধারণ সম্পাদক জিয়াউর আল সামি প্রমুখ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে নির্বাচনী কার্যক্রমের সুবিধার্থে যুবলীগ নেতা সেবুল মিয়ার নিজস্ব উদ্যোগে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের জন্য এ কার্যালয় চালু করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!