ওসমানীনগর থানার পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ অক্টোবর উপজেলার নিজ কুরুয়া গ্রাম সংলগ্ন মহাসড়ক থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১২-৪৭৫০) চুরি হয়। চুরির ঘটনায় গাড়ির মালিক সিলেট শহরের উপশহর এফ ব্লকের বাসিন্দা হাজী আব্দুল কাদিরের ছেলে আবুল কানিয়াত রাহাত বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৭।
এছাড়া, চলতি বছরের ২৭ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার দয়ামীর বাজারে ডি.এম টাওয়ারের সামন থেকে একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-১৫-৫২২৫) চুরির ঘটনায় ওই গাড়ির মালিক ওসমানীনগর উপজেলার কাউয়ারাই গ্রামের সুরাব আলীর ছেলে এমদাদুর রহমান বাদি হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-০৮। মামলাগুলো দায়েরের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করে দুটি প্রাইভেট কার এবং তিনজনকে আটক করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্ত ওসমানীনগর থানার এসআই মো: মুমিনুল ইসলাম বলেন, প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান নির্ণয় করে দুটি প্রাইভেট কার চুরির অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে, অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।