বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

রায়খাইল প্রাথমিক বিদ্যালয়ে গেইট উদ্বোধন, হোসেন আহমদ সংবর্ধিত



দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের রায়খাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা মরহুম হাজী আছাব আলীর পরিবারের পক্ষ থেকে সুদৃশ্য গেইট নির্মাণ করে দেয়া হয়েছে। গত শনিবার (০২ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ গেইট উদ্বোধন করেন বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সন্তান, যুক্তরাজ্য-জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি হোসেন আহমদ।

এদিকে গেইট উদ্বোধন উপলক্ষে বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির সাবেক সভাপতি, যুক্তরাজ্য-জালালপুর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সাবেক সভাপতি, বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা হোসেন আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত শনিবার (০২ এপ্রিল) সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি ফারুক আহমদ। বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ও প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন হোসেন আহমদ। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল আহমদ।

সহকারী শিক্ষক আশরাফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জালালপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ আওলাদ হোসেন, জালালপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ জ.উ.ম আব্দুল মুনইম, যুক্তরাজ্যস্থ দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহিন, জালালপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি নেছারুল হক চৌধুরী বোস্তান, সাংবাদিক খালেদ আহমদ ও দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল মজিদ। অনুষ্ঠানে এলাকার বিশিষ্ট মুরুব্বি শাহ হাবিবুর রহমান ছুফন, হাজী জহির আলী, আমিনুর রহমান সাজু, সলমান আহমদ চৌধুরী, কয়েস আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথি হোসেন আহমদ তাদের পারিবারিক অর্থায়নে বিদ্যালয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন গেইট ফিতা কেটে উদ্বোধন করেন।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!