বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

বালাগঞ্জের উপজেলা সদরস্থ খেলার মাঠের বেহাল দশা



দেখতে অনেক বড় একটা মাছের খামার মনে হয়। চারিদিকে পানি আর পানি, হাঁসও এখানে সাঁতার কাটছে। এমন জলাবদ্ধতায় হাঁস সাতার কাটবে এটাই স্বাভাবিক। কিন্তু এটি হচ্ছে বালাগঞ্জ উপজেলা সদরস্থ উপজেলার প্রধান খেলার মাঠ। যেটি ডি এন মাঠ হিসেবে পরিচিত। এই মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ইভেন্টের খেলা, এমনকি সরকারি সব ধরনের অনুষ্ঠান হয়।

মাঠে খেলাধুলা হবে, প্রয়োজনবোধে বিভিন্ন অনুষ্ঠান হবে এটাই স্বাভাবিক। কিন্তু সংকুচিত হয়ে পড়া বালাগঞ্জের এই মাঠটি স্থানীয় কিশোরদের খেলাধুলার পরিচিত স্থান। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে কিশোররা খেলতে আসেন বালাগঞ্জ উপজেলা সদরস্থ এ মাঠে। নিত্যদিন কিশোর, যুবারা ক্রিকেট-ফুটবল খেলায় মত্ত থাকেন।

অথচ এ মাঠটি এমন অবহেলিত। এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের দাবি দীর্ঘদিন যাবৎ মাঠে কোনো প্রকার সংস্কারকাজ হয়নি। এজন্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখা গেছে ব্যানার, ফেস্টুন নিয়ে মাঠের সংস্কার কাজের আন্দোলন করছেন সচেতন এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা।

বালাগঞ্জ উপজেলা সদরস্থ এ মাঠে ফুটবলের প্রচলনই বেশি। প্রায় প্রতি মাসে ফুটবল টুর্নামেন্ট হয়। এ মাঠে খেলে প্রিমিয়ার ও জুনিয়র লীগে অনেক ফুটবলার প্রতিষ্ঠিত হয়েছেন। বালাগঞ্জ সরকারি ডি এন স্কুল পাশে থাকায় স্কুলপড়ুয়া ও ক্ষুদে বালকরা ক্রিকেট ও ফুটবল খেলে এ মাঠে। মাঠের পশ্চিম দিকে সি, এন, জি ও বাস স্টেশন এবং বালাগঞ্জের প্রধান রাস্তা থাকায় সব সময় রাস্তা দিয়ে গাড়ি ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ সাধারণ জনগণ যাতায়াত করে তাই একটি উঁচু দেওয়াল নির্মাণ করা ও অতি জরুরী এ মাঠে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুস সাকিব বলেন, মাঠটির অবশ্যই উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন। মাঠে খুব দ্রুত কাজ করানো হবে। বিশেষ করে ড্রেনের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ব্যবস্থা যত দ্রুত সম্ভব করা হবে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!