মাঠে খেলাধুলা হবে, প্রয়োজনবোধে বিভিন্ন অনুষ্ঠান হবে এটাই স্বাভাবিক। কিন্তু সংকুচিত হয়ে পড়া বালাগঞ্জের এই মাঠটি স্থানীয় কিশোরদের খেলাধুলার পরিচিত স্থান। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে কিশোররা খেলতে আসেন বালাগঞ্জ উপজেলা সদরস্থ এ মাঠে। নিত্যদিন কিশোর, যুবারা ক্রিকেট-ফুটবল খেলায় মত্ত থাকেন।
অথচ এ মাঠটি এমন অবহেলিত। এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীদের দাবি দীর্ঘদিন যাবৎ মাঠে কোনো প্রকার সংস্কারকাজ হয়নি। এজন্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে দেখা গেছে ব্যানার, ফেস্টুন নিয়ে মাঠের সংস্কার কাজের আন্দোলন করছেন সচেতন এলাকাবাসী ও ক্রীড়াপ্রেমীরা।
বালাগঞ্জ উপজেলা সদরস্থ এ মাঠে ফুটবলের প্রচলনই বেশি। প্রায় প্রতি মাসে ফুটবল টুর্নামেন্ট হয়। এ মাঠে খেলে প্রিমিয়ার ও জুনিয়র লীগে অনেক ফুটবলার প্রতিষ্ঠিত হয়েছেন। বালাগঞ্জ সরকারি ডি এন স্কুল পাশে থাকায় স্কুলপড়ুয়া ও ক্ষুদে বালকরা ক্রিকেট ও ফুটবল খেলে এ মাঠে। মাঠের পশ্চিম দিকে সি, এন, জি ও বাস স্টেশন এবং বালাগঞ্জের প্রধান রাস্তা থাকায় সব সময় রাস্তা দিয়ে গাড়ি ও স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ সাধারণ জনগণ যাতায়াত করে তাই একটি উঁচু দেওয়াল নির্মাণ করা ও অতি জরুরী এ মাঠে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুস সাকিব বলেন, মাঠটির অবশ্যই উন্নয়ন ও আধুনিকায়ন প্রয়োজন। মাঠে খুব দ্রুত কাজ করানো হবে। বিশেষ করে ড্রেনের ব্যবস্থা করে পানি নিষ্কাশন ব্যবস্থা যত দ্রুত সম্ভব করা হবে।