শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালাগঞ্জে আব্দুল আজিজ মাসুক ফাউন্ডেশনের অর্থায়নে শীতবস্ত্র বিতরণ



বালাগঞ্জে সৌদির আরব প্রবাসী, আজিজ মাসুক ফাউন্ডেশনের প্রতিষ্টাতা, বিশিষ্ট সমাজসেবী আব্দুল আজিজ মাসুক এর অর্থায়ন দেওয়ান বাজার ইউনিয়নের ২শ’ জন শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় নেহার কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি ইব্রাহিম ফরহাদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের অন্যতম উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষানুরাগী ছহুল এ মুনিম, গোলাম মোস্তফা, যুক্তরাজ্য প্রবাসী হাজী লিয়াকত আলী, বালাগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক এমএ কাদির, কোষাধ্যক্ষ এস এম হেলাল, তরুণ সমাজকর্মী আব্দুল আহাদ, সুহেল বারী।

ফাউন্ডেশনের প্রতিষ্টাতা আব্দুল আজিজ মাসুক

গহরপুর ছাত্র কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুসের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের নির্বাহী সদস্য- ইসহাক আহমদ, ফয়েজ আলম রাব্বি, ফায়েজুল সালেহীন, জসিম আহমদ, মাসুদ হাসান নাইম, রিপন আহমদ, কামরান হোসাইন, আব্দুল বাছিত প্রমুখ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!