বালাগঞ্জের শিওরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠিত হয়েছে। আগামী তিন বছর মেয়াদের জন্য গত সোমবার (৬ মার্চ) ১১ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি হলেন – ছমিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ বুলবুল আহমদ। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে কমিটির সদস্য পদ লাভ করেন।
কমিটিতে অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন – সহসভাপতি জয়নুল ইসলাম চৌধুরী (দাতা সদস্য ক্যাটাগরি), সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন (প্রধান শিক্ষক)। সদস্যবৃন্দ হলেন – রোকেয়া খাতুন (ইউপি সদস্য ক্যাটাগরি), সাংবাদিক শাহ মোঃ হেলাল (বিদ্যোৎসাহী ক্যাটাগরি), ফাতেমা জাহান ইমা (বিদ্যোৎসাহী ক্যাটাগরি), জুবায়ের আহমদ খান রাজু (অভিভাবক ক্যাটাগরি), মনোয়ার হোসেন ময়না (অভিভাবক ক্যাটাগরি), মিনারা বেগম (অভিভাবক ক্যাটাগরি), সুমি আক্তার শিফা (অভিভাবক ক্যাটাগরি) এবং মোঃ সুলতান আহমদ খান (সংশ্লিষ্ট বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরি)।