ফরাসি সরকারের পেনশন সংস্কার নীতি গ্রহণের প্রতিবাদে ৩৫ লাখ বেসামরিক লোক রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সরকারের পেনশন সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার দেশটিতে ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
চলতি বছরের জানুয়ারিতে সরকার ঘোষিত সংস্কার পরিকল্পনার প্রতিবাদে দেশটির সব সেক্টরের শ্রমিকরা সমাবেশে অংশগ্রহণ করেছেন। জেনারেল লেবার কনফেডারেশন (সিজিটি) ফ্রান্সজুড়ে রাস্তায় ৩৫ লাখ বিক্ষোভকারীকে গণনা করেছে। তবে ফরাসি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, বিক্ষোভে অংশ নিয়েছে প্রায় ১৩ লাখ লোক।