ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। সেই দলে নতুন মুখ হিসেবে জায়গা হয়েছে বালাগঞ্জের আবু জায়েদ রাহী’র। ২৪ বছর বয়সী পেসার এর আগে টি-টোয়েন্টি দলে থাকলেও এবারই প্রথম সুযোগ পেয়েছেন টেস্ট দলে। বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের জামালপুর গ্রামের এই পেসারের টেস্ট খেলার স্বপ্ন বহু দিনের। ২০১৬ সালে অনলাইন নিউজ পোর্টাল ক্রিকেট সংবাদ ডট কমে ‘আবু জায়েদের স্বপ্ন একজন আদর্শ টেষ্ট ক্রিকেটার হওয়া’ শিরোনামে এক সাক্ষাৎকার প্রকাশিত হয়। সেখানে তাঁর টেস্ট ক্রিকেটার হওয়ার স্বপ্ন সহ বিস্তারিত জানা যায়।
এদিকে পায়ের চোটে দল থেকে বাদ পড়েছেন মোস্তাফিজুর রহমান। এবং ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলা স্কোয়াড থেকে বাদ পড়েছেন আবদুর রাজ্জাক, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, নাঈম হাসান ও তানভীর হায়দার। তবে টেস্ট দলে ফেরানো হয়েছে কামরুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান ও নাজমুল হোসেনকে।
ওই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে স্কোয়াডে পেসার রাখা হয়েছে চারজন। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন বিভাগ সামলাবেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ। তবে দলে উইকেটকিপার-ব্যাটসম্যান হয়ে গেছেন তিনজন—মুশফিকুর রহিম, লিটন দাস ও নুরুল হাসান।
এই সিরিজ দিয়ে সাত বছর পর আবার বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্ব করবেন সাকিব। ২০১১ সালের আগস্টে অধিনায়কত্ব হারানোর পর গত ডিসেম্বরে আবারও তাঁকে টেস্ট অধিনায়ক করা হয়। গত ফেব্রুয়ারিতে দেশের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে টেস্ট অধিনায়কত্বের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা থাকলেও আঙুলের চোটে পড়ায় সেটি হয়নি।
বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজে রওনা দেবে ২৩ জুন।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, লিটন দাস, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম, রুবেল হোসেন, নুরুল হাসান, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন ও শফিউল ইসলাম।