আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব জয়লাভ করায় বালাগঞ্জের মাদ্রাসা বাজারে নির্বাচন পরবর্তী এক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫সেপ্টেম্বর) সন্ধ্যায় দেওয়ানবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মাদ্রাসাবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দেওয়ানবাজার ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য নেছাওর আলী এবং পরিচালনা করেন ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক আব্দুস শহীদ খান।
ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিনের স্বাগত বক্তব্যে সূচিত সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. দিলু মিয়া বিএ, উপজেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা যুবলীগের যুগ্নআহবায়ক ময়নুল ইসলাম ছালেহ, দেওয়ান বাজার ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মতাহির আলী, আওয়ামী লীগ নেতা হাজী মুহাম্মদ আলী গুলশের, আব্দুল হামিদ, সমুদ্দিন, তফুর আলী, আহমদ আলী, ইলাছ আলী, সুহেল ইসলাম, সুরুজ আলী, আব্দুল হালিম বাবলু, ছফুর আলী, আব্দুল হামিদ, বাবুল মিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা জুবায়ের আহমদ খান রাজু, শাকির আহমদ, আব্দুল কামিল, সুমন আহমদ, এনাম আহমদ, কয়েস আহমদ, আঙ্গুর মিয়া প্রমুখ।
এই উপনির্বাচনে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নৌকার বিজয় নিশ্চিত করায় উক্ত সভায় বক্তারা, নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দলের প্রয়োজনে আগামীতে যেকোনো সংগ্রামে প্রস্তুত থাকার আহবান জানান।