রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন তাদের উপর আমার ভরসা নেই : শফি চৌধুরী



সিলেট-৩ আসনের উপনির্বাচনে পরাজিত স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী বলেছেন- উপযুক্ত কোন বিএনপিও নেই এখানে। যারা আছে তাদের নিয়ে দলটি কোনদিন অগ্রসর হতে পারবে না, বিএনপি কয়জন করে? তারাতো শুধু পত্রপত্রিকায় বিবৃতি আর টিভি চ্যানেলে কথা বলে রাজনীতি করছে, জিয়ার বিএনপি একরকম ছিল, এখন দলটি চালাচ্ছেন তারেক জিয়া, কিভাবে চালাচ্ছেন তিনিই জানেন, আসল কথা হলো সিলেট-৩ আসনে বিএনপির যেসব নেতাকর্মীরা আছেন তাদের উপর আমার কোনই ভরসা নেই, এদের নিয়ে বিএনপিও কোনদিন অগ্রসর হতে পারবেনা।

সদ্যনির্বাচিত সাংসদ হাবিবুর রহমান হাবিব শফি চৌধুরীর সিলেট মহানগরীর দরগামহল্লার বাসায় তাকে শুভেচ্ছা জানাতে গেলে শফি চৌধুরী এমন মন্তব্য করেন।

আজ রোববার ( ৫ সেপ্টেম্বর ) বিকেলে হাবিব শফির বাসায় গিয়েছিলেন। এসময় তারা একে অন্যের সাথে কুশল বিনিময় করেন।

নিজে উপনির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি আরো বলেন- আমাকে বিএনপির কেউ নির্বাচন করার জন্য বলেনি। নিজেই গরীব দুখি মানুষের অনুরোধে এসেছি এবং নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি স্বীকার করেন সিলেট-৩ আসনের উপনির্বাচন সুষ্ঠ ও সুন্দর হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!