বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

মেজরটিলা সৈয়দপুর শেখ আখল জামে মসজিদে লাশ বহনের খাটিয়া ও চৌকি প্রদান



সিলেট নগরীর মেজরটিলাস্থ সৈয়দপুর শেখ আখল জামে মসজিদে আল আমানা ফাউন্ডেশন ইউকের উদ্যোগে লাশ বহনের স্টীলের খাটিয়া ও গোসলের খাট (চৌকি) প্রদান করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) মসজিদে ফাউন্ডেশনের পক্ষ থেকে খাটিয়া ও চৌকি প্রদানকালে উপস্থিত ছিলেন – ফাউন্ডেশনের বাংলাদেশ শাখার সভাপতি রোটা. আজিজুর রহমান ডালিম, সাংবাদিক মোঃ মুহিব হাসান, আব্দুল হাদী, ফাউন্ডেশনের সদস্য জাহাঙ্গীর আলম, হোসাইন আলী, হাবিবুর রহমান, মোঃ জগলু মিয়া, গোলাম কিবরিয়া, মসজিদের মোতাওয়াল্লী সমাজসেবক আব্দুস সাত্তার মুনির মিয়া, সেক্রেটারি মুহিবুর রহমান মুহিব, ব্যবসায়ী মোঃ সুয়েজুল ইসলাম খোকন, সৈয়দ হাম্মাদ আলী, ওয়াদুদ আহমদ প্রমুখ।

মসজিদে খাটিয়া ও লাশ ধোয়ার চৌকি প্রদান করায় আল আমানা ফাউন্ডেশনের যুক্তরাজ্যস্থ কর্মকর্তা হাজি মিজান আলী, সমছু মিয়া, কাওছার আহমদ, হাফিজুর রহমান শামীম, সেলিম মিয়া, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম ও শাহনুর আলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এলাকার মুসল্লিগণ।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!