ওসমানীনগরে গৃহহীন এক পরিবারকে ঘর দেয়ার লক্ষে সমাজ কল্যাণ সংস্থা ইউকের পক্ষ থেকে রোববার (৯ জানুয়ারি) পাকা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রবাসীদের অর্থায়নে প্রায় তিন লক্ষ টাকা ব্যয়ে এ ঘর নির্মাণ করে দেওয়া হবে।
উপজেলার দয়ামীর ইউনিয়নের মিরারগাঁও গ্রামের গৃহহীন লয়লুছ খানকে এ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। নির্মাণ কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন – সংস্থার সভাপতি আলহাজ্ব মানিক মিয়া, আওয়ামী লীগের সেবুল মিয়া, হাজী হিরন মিয়া, সংস্থার সদস্য আব্দুর রব, ইউপি সদস্য জালাল উদ্দিন সামি, মাস্টার আছাদ মিয়া, ব্যবসায়ী শাহাব উদ্দিন, রুম্মান আহমদ, কাজী সামাদ প্রমুখ।