বালাগঞ্জের খায়রুন্নেছা দারুচ্ছুন্নাহ্ ইসলামিয়া আরাবিয়া মহিলা মাদ্রাসার ৭শ্রেণির ছাত্রীর পাশবিক নির্যাতনকারীদের সর্ব্বোচ শাস্তির দাবিতে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ১ ডিসেম্বর (শনিবার) সন্ধ্যায় স্থানীয় মোরার বাজারে সামাজিক সংগঠন “নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থা’র আয়োজনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ন্যাক্কার জনক এ ধর্ষণ ঘটনার নিন্দা জানিয়ে বক্তরা বলেন, ধর্ষণকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে সর্ব্বোচ শাস্তি নিশ্চিত করতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে বুঝিয়ে দিতে হবে এই ধরণের ঘৃণ্য অপরাধ করে পার পাওয়া যায় না। তাদের শাস্তির মাধ্যমে এলাকাবাসীকে শান্ত করার জন্য প্রশাসন ও সরকারের সংশ্লিষ্ট সকল মহলের সুদৃষ্টি কামনা করা হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. লোকন মিয়া। নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক রুহুল আমিন ও সংগঠনের সাধারণ সম্পাদক জবলু আহমদের পরিচালনায় এবং ইমাম
উদ্দিনের কুরআন তিলাওয়াতে মাধ্যমে সূচিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফিজ মাওলানা আতিকুর রহমান, হযরত শাহ্ সুলতান (রহ.) মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা নুমানুল হক চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মাওলানা আব্দুস ছালাম, গহরপুর জামিয়ার শিক্ষক মুফতি ছালেহ আহমদ, ইউপি সদস্য জামাল আহমদ, তরুণ সমাজকর্মী সুহেল বারী, জিয়াউল হক পান্না, হাফিজ মাওলানা আব্দুল জলিল, মো. তেরা মিয়া, মাদ্রাসা বাজার যুব সমাজের প্রতিনিধি ডা. ময়নুল হক, আব্দুস ছালাম, সাবের আহমদ, আখতার আহমদ, নবজাগরণ সমাজ কল্যাণ সংস্থা’র কর্মকর্তা ছালেহ আহমদ, আমিন উদ্দিন, ফয়ছল আহমদ, তারেক আহমদ, শামীম আহমদ, ছালিকুর রহমান, ইউনুছ হাসান, জাকির আহমদ, ইমরান আহমদ, অলিদ আহমদ, আব্দুল বাছিত ছালেহ, তুহিন আহমদ, নামির আহমেদ সাজু,
ইলিয়াস উদ্দিন, জাকির হুসেন মাহদি প্রমুখ।
প্রতিবাদ সভায় সমাপনী বক্তৃতা করেন ও মোনাজাত পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া গহরপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল কাইয়ুম।