বালাগঞ্জের দেওয়ান বাজার ইউনিয়নের শিওরখাল গ্রামে ৭ম শ্রেণির মাদ্রাসা শিক্ষার্থী কন্যাশিশুর ওপর বর্বর পাশবিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে গহরপুর এসোসিয়েশন ইউকে। একই সাথে এ ন্যক্কারজনক ঘটনায় জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে এক বিবৃতি প্রদান করেছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি মো. আবুল মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ নেছাওর, ইকরাম আহমদ ইলিয়াস, সাধারণ সম্পাদক ছহুল এ মুনিম, সহ সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ, কোষাধ্যক্ষ মো. আজাদ খান, সহ কোষাধ্যক্ষ সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আবুল মিয়া, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন লালা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, নির্বাহী সদস্য মো. আব্দুস সালাম, হাবিবুর রহমান রুকন, ফয়ছল আলী তফজ্জুল, খন্দকার মইনুল ইসলাম, সামছুল হক, ছালেহ আহমদ, রুহেল আহমদ, ফয়ছল আহমদ, হেলাল আহমদ, আশিকুর রহমান, মাহবুবুর রহমান, খলিলুর রহমান প্রমুখ এ বিবৃতিতে এসোসিয়েশনের পক্ষ থেকে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।