হেলাল আহমদ : কুমিল্লা বরুড়ার দেলোয়ার হোসেনের ছেলে আসিফ রহমান (১৬) গত এক মাস থেকে নিখোঁজ রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, গত এক মাস আগে সে কাজের খোঁজে চট্রগ্রাম রওয়ানা হলে রেল ষ্টেশন থেকে তার মোবাইলে বাড়িতে শেষ কথা হয়। সেদিন থেকে আজ অব্দি তার আর কোন খোঁজ নেই। তার সাথে কোনভাবেই পরিবার যোগাযোগ করতে পারছে না। বিরামহীন খোঁজাখুঁজির পরও তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছেনা।
আসিফ রহমানের পরিবারের অনুরুধ তাকে যেকোন জায়গায় দেখলে তার বাবার মোবাইল নম্বরে (০১৭৭৯৮০২০২৪) যোগাযোগ করতে বিনীত অনুরোধ করা হয়েছে। তাছাড়া নিখোঁজ সংবাদটি মানবিক বিষয় বিবেচনায় সবাই শেয়ার করে ছেলেটিকে পেতে সহায়তা করার ও অনুরুধ করা হয়েছে।