সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ইলিয়াসের স্ত্রী লুনার পক্ষে নির্বাচনী মাঠে আছকির আলী



হেলাল আহমদ : সিলেট-২ আসনে বিএনপির প্রার্থী এম ইলিয়াস আলীর স্ত্রী তাহশিনা রুশদী লুনার পক্ষে ব্যাপক গনসংযোগ চালাচ্ছেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আছকির আলী। তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর ছোট ভাই।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গতকাল তাহশীনা রুশদী লুনার পক্ষে নির্বাচনী গণসংযোগ করেছেন আছকির আলী। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড আশুগঞ্জ বাজার এলাকা, পালের চক মনোহরপুর দোহাল রামচন্দ্রপুর পাঠাকইন পাচঘরী শ্রীপুর গ্রামে বাড়ি বাড়ি গিয়ে তাহশীনা রুশদী লুনার পক্ষে প্রচারণা করেন।

এ সময় তার সাথে ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ-সম্পাদক লিলু মিয়া, উপজেলা বিএনপি নেতা গণি শাহ, আনোয়ার মিয়া, রামপাশা ইউপি বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন, সখা মিয়া, আয়াজ আলী, সুনু মিয়া, যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক মতিউর রহমান সুমন, সিনিয়র সদস্য শেখ ফরিদ, নাজমুল হোসেন শিমুল,রাব্বি আহমদ রবিন, সাদ্দাম, রেদোয়ান আহমদ প্রমুখ

এর আগে পাচঁঘরী গ্রামে বিএনপি নেতার জানাযায় অংশ নেন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা আছকির আলী। পরে লুৎফাবাদ পাঠাকইন মাদ্রাসার প্রিন্সিপাল লুৎফুর রহমান এর অসুস্থ পিতা ও বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের অন্যতম ছাত্রনেতা বেলজিয়াম বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলম হোসেনের অসুস্থ মাকে দেখতে যান।

এসময় তিনি সকলের কাছে নিখোঁজ সিলেট-২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলীর জন্যে দোয়া চান।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!