যুক্তরাজ্যস্থ দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও প্রতিষ্ঠানের আজীবন দাতা সদস্য আহবাবুর রহমান মিরনের উদ্যোগে এক ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ মার্চ) বালাগঞ্জের দেওয়ানবাজার ইউনিয়নের আনোয়ারপুর জামে মসজিদে এলাকার সর্বস্তরের মুসল্লিদের সম্মানে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।এর আগে স্থানীয় আনোয়ারপুর গ্রামস্থ তাঁর নিজবাড়ীতে এলাকার স্বল্প আয়ের হতদরিদ্র নারী-পুরুষদের মধ্যে ইফতার মাহফিল বিতরণ করা হয়। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামিয়া গহরপুর সিলেটের মুহাদ্দিস হযরত মাওলানা হাফিজ ছালেহ আহমদ (আনোয়ারপুরী)