আসন্ন বালাগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী, রাজনৈতিক ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব শেখ নুরুল ইসলাম জিতু বালাগঞ্জকে স্মার্ট উপজেলা গড়তে সাংবাদিক মহলসহ সর্বস্তরের বালাগঞ্জবাসীর সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে। আমাদের পিছিয়ে পড়া বালাগঞ্জ উপজেলার সামগ্রিক উন্নয়নের মাধ্যমে স্মার্ট করে গড়ে তুলতে যুক্তরাজ্য প্রবাসীদের প্রতিনিধি হয়ে আমি উপজেলাবাসীর সেবা করতে এসেছি। আমাদের প্রবাসীদের প্রতিনিধি হিসেবে এ জনপদের মাননীয় প্রতিমন্ত্রী, সিলেটের মাননীয় মেয়র এবং এমপি মহোদয় জনগণের সেবায় নিয়োজিত রয়েছেন। আমিও সবার সহযোগিতায় নির্বাচিত হয়ে বালাগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা করে গড়ে তুলতে চাই।
রোববার (১৭ মার্চ) দুপুরে তিনি উপজেলার বাণীগাঁও গ্রামস্থ তাঁর নিজবাড়ীতে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিমকালে উপরোক্ত কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন – বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, শাহাব উদ্দিন শাহীন, সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু, বর্তমান বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শামিম আহমদ, সহসভাপতি আব্দুস শহিদ, এসএম হেলাল, কোষাধ্যক্ষ জাকির আহমদ, দপ্তর ও প্রচার সম্পাদক তারেক আহমদ, সাংবাদিক আমির আলী, ওসমানী নগর উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক আতাউর রহমান কাওছার প্রমুখ।
পরে যুক্তরাজ্য প্রবাসী শেখ নুরুল ইসলাম জিতুর নিজ বাড়িতে তাঁর উদ্যোগে সর্বস্তরের এলাকাবাসীর সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।