সিলেট-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরীর সমর্থনে বালাগঞ্জের পূর্ব গৌরীপুর ইউনিয়নে এক মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পূর্ব গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শ্লোগান সহকারে শোডাউন অনুষ্ঠিত হয়।
উক্ত মোটর সাইকেল শোডাউনে উপস্থিত ছিলেন- পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান খলকু, আওয়ামীলীগ নেতা আজমল বেগ, আওয়ামীলীগ নেতা আব্দুল মতিন হেরম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন অর রশিদ জায়েদ, উপজেলা যুবলীগ নেতা ও পূর্ব গৌরীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম মিয়া, আওয়ামীলীগ নেতা ও ইউপি সদস্য বুরু মিয়া, পূর্ব গৌরীপুর ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুবুর রহমান, পূর্ব গৌরীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাওছার আহমদ, সাধারণ সম্পাদক শাহিনুর আহমদ, ছাত্রলীগ নেতা সাজু আহমদ, হাসান আহমদ, কয়সল ইসলাম মিয়া, শাহিদ আহমদ, হাসান আহমদ, সালাউদ্দিন, রুহুল আমিন প্রমুখ।