আব্দুর রশীদ লুলু এ গুণাবলী অর্জন করতে পেরেছেন। মহান আল্লাহ তাঁকে এ নিয়ামাত দান করেছেন। তিনি বড়ো হৃদয়ের অধিকারী। সৃস্টির সেবা তাকে আনন্দ দেয় , মানবতার কল্যাণসাধন তাঁর মনে পুলক সৃস্টি করে আর ব্যাথিতের ব্যাথা তাঁর প্রেমিক হৃদয়ে ব্যাথার সঞ্চার করে।
এসব শোনা কথা নয়, আমার চোখে দেখা। সর্বসাধারণের জন্য “রাজীব স্মৃতি গ্রন্থাগার” নামে একটি উন্মুক্ত পাঠাগার তিনি তৈরি করেছেন। সেই পাঠাগারের একজন পাঠক হিসেবে আমার উনার কাছে যাওয়া, বার বার দেখা সাক্ষাৎ করা অতঃপর ঘনিষ্ঠতা তৈরি।
আব্দুর রশীদ লুলু লম্বা আকৃতির মানুষ, চেহারায় রাসূল (স.)-র সুন্নাতি দাড়ি, মুখমণ্ডলে গাম্ভীর্যতা, কথাবার্তায় জ্ঞানের আলোকচ্ছটা। সব মিলিয়ে এক মূর্ত দরবেশ তিনি। বাইরের অবস্থার মতো তাঁর ভেতরটাও যে আল্লাহপাক সুন্দর করে সৃস্টি করেছেন তা বলার অপেক্ষা রাখে না। তিনি সৃস্টি-কল্যাণের স্বপ্নদ্রষ্টা। সৃস্টির সেবাকে তিনি জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিয়েছেন। ব্যাপক এবং মহৎ এ কর্মকে তিনি একটি শিরোনামের অধীনে চালিয়ে যাচ্ছেন। তা হলো আনোয়ারা ফাউন্ডেশন।
আনোয়ারা ফাউন্ডেশন আব্দুর রশীদ লুলুর পারিবারিক সঞ্চয়ে তৈরি। ২০১৪ সালের ১ জানুয়ারি ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। মানব ও প্রকৃতি কল্যাণধর্মী এ প্রতিষ্ঠানটি বেশ কতগুলো কর্মসূচি একই সাথে আঞ্জাম দিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে বলতে গেলে
* গৃহপালিত পশু-পাখির কল্যাণে আনোয়ারা ফাউন্ডেশন
* শহর ও গ্রামে ছাদ কৃষির অনুপ্রেরণায় আনোয়ারা ফাউন্ডেশন
* মানব ও প্রকৃতি কল্যাণে আনোয়ারা ফাউন্ডেশনের আহবান
* ফলদ বৃক্ষরোপণে আনোয়ারা ফাউন্ডেশন
* বিশ্ব খাদ্য দিবস পালনে আনোয়ারা ফাউন্ডেশন
* ধূমপান বিরোধী কার্যক্রমে আনোয়ারা ফাউন্ডেশন
* কৃষি সম্প্রসারণ সহযোগিতার লক্ষ্যে আনোয়ারা ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনা মূল্যে বীজ বিতরণ
* ফুল-ফল ও ভেষজ চারা বিতরণে আনোয়ারা ফাউন্ডেশন
* আগ্রহী পাঠকদের জ্ঞানমূলক বই বিতরণে আনোয়ারা ফাউন্ডেশন
* পাখি শিকার বন্ধের আহবানে আনোয়ারা ফাউন্ডেশন
* নির্বিচারে মাছ নিধন রোধে আনোয়ারা ফাউন্ডেশন
* নদী রক্ষা ও পানি দূষণ রোধে আনোয়ারা ফাউন্ডেশন
* শিক্ষা সহায়তায় আনোয়ারা ফাউন্ডেশন
* শীতকালীন শাক-সবজির বীজ বিতরণে আনোয়ারা ফাউন্ডেশন
এছাড়াও এ ফাউন্ডেশনের সহযোগিতায়-
(১) আনোয়ারা হোমিও হল গ্রন্থাগার ও আর্কাইভ;
(২) রাজীব স্মৃতি গ্রন্থাগার এবং
(৩) মরহুম আব্দুল মালিক হোমিও দাতব্য চিকিৎসালয় পরিচালিত হচ্ছে।
সেই সাথে এপর্যন্ত আনোয়ারা ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে বিশিষ্ট লেখক-গবেষক প্রফেসর নন্দলাল শর্মা সঙ্কলিত ও সম্পাদিত “সুবর্ণ লিপি” (২০১৬), তরুণ লেখক ও উদ্যোক্তা আনিসুল আলম নাহিদ সঙ্কলিত ও সম্পাদিত “আনোয়ারার উদ্বৃত প্রাজ্ঞবচন” (২০১৮), আনিসুল আলম নাহিদ সম্পাদিত কৃষি বিষয়ক ছোটকাগজ “চাষাবাদ” এবং আব্দুর রশীদ লুলু সম্পাদিত শিকড় সন্ধানী প্রকাশনা “আনোয়ারা “।
প্রতিটি এলাকায় যদি এরকম আব্দুর রশীদ লুলু জন্ম নিতেন তবে সমাজ ও দেশ আরো সুন্দর হতো, সুন্দর হতো মানুষের জীবন। শ্রদ্ধেয় আব্দুর রশীদ লুলুর কর্মপরিকল্পনা আরো যেনো ব্যাপকতা লাভ করে এবং তাঁর কর্ম যেনো মাটি ও মানুষের মাঝে বেঁচে থাকে যুগের পর যুগ।
লেখক: শিক্ষক, সুলতানপুর মহিলা মাদরাসা, গহরপুর, বালাগঞ্জ, সিলেট।