শনিবার, ২০ এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Sex Cams

আব্দুর রশীদ লুলু

ভালো থাকার কিছু টিপস – ২



 ভাত কম খেয়ে, সম্ভব হলে শাক-সবজি বেশি খান। পৃথিবীর অনেক দেশের স্বাস্থ্য সচেতন মানুষ এমনটি করে থাকেন। বলা হয়, ‘সুস্থ সবল স্বাস্থ্য চান/বেশি করে সবজি খান।’ প্রবাদে আছে, ‘উনা ভাতে দুনা বল, অধিক ভাতে রসাতল।’

 অর্ধ সিদ্ধ ডিম খান, এটা পুষ্টিকর। বেশি সিদ্ধ ডিমের অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় এবং প্রায়ই তা হজমে ব্যাঘাত সৃষ্টি করে।

 রাতের খাবার অধিক রাতে না খেয়ে, সন্ধ্যা রাতে খাওয়ার চেষ্টা করুন। কথায় আছে, ‘অধিক রাতে খেতে মানা, সন্ধ্যায় সারুন রাতের খানা।’

 বয়স চল্লিশ পেরিয়ে গেলে গোশত, চর্বি এবং মিষ্টি জাতীয় খাবার খেতে সাবধান হউন।

 পোলাও-গোশতের মতো খাবারের সাথে সালাদ খান। সালাদ শরীরে চর্বি শোষিত হতে বাধা দেয়।

 পোলাও-গোশতের পর টক দই খান। টক দই উপকারী। টক দই গোশতের কোলেস্টেরল শরীরে শোষিত হতে বাধা দেয়।

 ড্রিংক্স হিসেবে ডাবের পানি খাওয়ার চেষ্টা করুন, ডাবের পানি শরীরের জন্য খুবই উপকারী।

 ফল-মূল বিশেষ করে শসা, পেয়ারা, আপেল, কুল এই ধরণের ফলের ওপরের খোসা (বাকল/ছিলকা) না ফেলে ফল খান। এটা স্বাস্থ্যের জন্য উপকারী।

 ফল-সবজি কাটার আগে ভালোভাবে ধোয়ে নিন। এতে পুষ্টির অপচয় রোধ হয়। এই সাথে অবশ্যই হাত এবং কাটার যন্ত্র আগে-বাগে ভালো করে ধোয়ে নিতে হবে।

 ফল-মূল বেশি পাকলে খাদ্যমান কমে যায়। অতএব এগুলো ঘরে/গাছে রেখে বেশি না পাকার আগেই সাবাড় করুন।

 পাতিলের মুখ ঢেকে রান্না করুন, খোলা রেখে রান্না করলে খাদ্যমান কমে যায়। তবে চর্বি জাতীয় খাদ্য রান্নায় পাতিলের মুখ খোলা রাখা উচিৎ।

 কম তেল-মসলা ও কম সিদ্ধ করা খাবার স্বাস্থ্যের জন্য উপকারী।

 চর্বিযুক্ত খাবার পরিমিত খান। চিকিৎসা বিজ্ঞানীদের ধারণা, চর্বিযুক্ত খাবারের সংগে বহু ভয়ঙ্কর রোগ-ব্যাধি সংযুক্ত রয়েছে।

 চেষ্টা করুন অর্গানিক অর্থাৎ রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার না করে উৎপাদিত ফলমূল, শাক-সবজি খেতে।

 প্রাণিজ আমিষ (মাছ-গোশতের) এর তুলনায় উদ্ভিজ আমিষ (ডাল, শিমের বিচি এবং ছোলা) স্বাস্থ্যের জন্য উপকারী। সম্ভব হলে নিয়মিত ডাল, ছোলা ও শিমের বিচি খান। কথায় আছে, ‘মাছ-মাংস যদি না মিলে, শিমের বিচি খাওয়া চলে।’

 ফরমালিনযুক্ত মাছ-গোশত বর্জন করুন। উল্লেখ্য, ফরমালিন দেয়া মাছ-গোশতে মাছি বসে না। গোশত শুষ্ক ও শক্ত হয়। মাছের চোখ ভেতরে চলে যায়, শরীর শুষ্ক হয় এবং ফুলকা কালচে রং ধারণ করে।

 রঙিন খাবার বিশেষত: রঙিন দই, মিষ্টি, কেক, জেলি, আইসক্রিম প্রভৃতি খেতে সাবধান হউন। এসব খাবারকে রঙিন ও আকর্ষণীয় করতে প্রায়ই যে রং ব্যবহার করা হয়, তা ভয়ঙ্কর।

 খাবার সময় মতো খান, পরিমিত খান। কথায় আছে, ‘অধিক খেতে করে আশ, এর নাম বুদ্ধিনাশ।’

 গাভীর দুধ দোহানোর সংগে সংগে কম তাপে ফুটিয়ে পান করুন, এতে দুধের পুষ্টিমান প্রায় পুরোপুরি বিদ্যমান থাকে।

 ভাত রান্নার ক্ষেত্রে মাড় ফেলা ঠিক না। বলা যায়, মাড়েই ভাতের প্রধান খাদ্যমান বিদ্যমান থাকে।

 পোলাও-বিরিয়ানির পরিবর্তে সাদা ভাত/রুটি খান। সাদা ভাত ও রুটি শরীরের জন্য নিরাপদ।

 কম তাপে সময় নিয়ে রান্না করুন। এমন রান্না করা খাবারে খাদ্যমান বেশি থাকে।

লেখক: সম্পাদক – আনোয়ারা (শিকড় সন্ধানী অনিয়মিত প্রকাশনা)।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!