সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে সিএসই সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (১৬ আগস্ট) অনুষ্ঠিত হেয়েছে কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের ৫৭তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান। অনুষ্ঠানটি সেমিনার ও সাংস্কৃতিক ২টি ভাগে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন সিএসই ৫৬তম ব্যাচের তানজিনা আক্তার হৃদিকা ও মাহবুব রশিদ মাহিন।
৪৭তম ব্যাচের শাবিব চৌধুরীর কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপরই নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন সিএসই সোসাইটির সদস্যরা। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য নিয়ে আসেন দিব্য সিংহ চৌধুরী, তারপর নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসেন সিএসই সোসাইটির ২১-২২ কমিটির জেনারেল সেক্রেটারি বিপ্লব দেব।
শুভেচ্ছা বক্তব্যের পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দান করেন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারং ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ও সিএসই সোসাইটির সভাপতি মোঃ মাহফুজুল হাসান, সিএসই সেসাইটির পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন (১৯-২১) কমিটির জেনারেল সেক্রেটারি মোঃ মারুফ হোসেন। তারপর ছাত্রকল্যাণ উপদেষ্ঠা ও অতিরিক্ত পরিচালক আই.কিউ.এসি প্রফেসর চৌধুরী মোকাম্মেল ওয়াহিদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। সেমিনারের সমাপনী বক্তব্য প্রদান করেন স্কুল অব সাইন্স এন্ড টেকনোলজি অনুষদের ডিন ড.নজরুল হক চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
সেমিনার অনুষ্ঠানের পরই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে নাচ ও গানের মাধ্যমে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন সিএসই সোসাইটির সাংস্কৃতিক টিম। অনুষ্ঠানের সমাপনীতে সিএসই সোসাইটির সাবেক সহসভাপতি তাহমিদ হাসান চৌধুরীকে সিএসই সোসাইটির বর্তমান কমিটির তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়।