বালাগঞ্জ উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির বার্ষিক মিলাদ, দোয়া মাহফিল ও খতমে কোরআন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুরে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমির প্রতিষ্ঠাতা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু।
দোয়া মাহফিলে একাডেমির সহকারী প্রধান শিক্ষক মাহবুবুল ইসলাম, সহকারী শিক্ষক ইব্রাহিম ফরহাদ, ফারজানা ইয়াছমিন, উম্মে কুলসুম রিমা, ফাতেমা বেগম, রোজিনা বেগম ও কলি বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল জলিল।