সিলেট ৩ আসনের এমপি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্বরনে আজ মঙ্গলবার বেলা ১২ টায় ঘিলাছড়া মহিলা মাদ্রাসার হলরুমে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলেচনা সভায় ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহসভাপতি সামছুদ্দীন আহমদ।
নির্বাহি মুহতামিম মাও জাহিদ হাসান চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন- ঘিলাছড়া মহিলা মাদ্রাসার নাইবে মুহতামীম মাও: মুহিউদ্দীন আলমগীর, অত্র প্রতিষ্ঠানের নাজিমে তা’লিমাত মাও: মীম হুসাইন, ম্যানেজিং কমিটির সিনিয়র সদস্য ফরিদ উদ্দীন, বাদেদেউলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, হলি ফ্লাওয়ার স্কুলের সিনিয়র শিক্ষক মো: শামীম আহমদ সহ আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক, শিক্ষিকাবৃন্দ ও সাবেক শিক্ষক ক্বারী আব্দুল ওয়াদুদ (রিপন)- প্রমুখ।
বক্তাগন মরহুম এমপি মহোদয়ের সদকায়ে জারিয়া মূলক কর্মকাণ্ডের বিবরণ উল্লেখ করার মাধ্যমে উনার স্মৃতিচারণ করেন।
বক্তাগন আরো বলেন- তিনি সিলেট ৩ এ অনেক মসজিদ মাদ্রাসা, স্কুল কলেজের ব্যাপক উন্নয়ন করে গেছেন, রাস্তাঘাটের উন্নয়ন সহ দৃষ্টি নন্দন অনেক অবদানের সাক্ষর রেখে গেছেন, তিনি তার কর্মগুনে অত্র অঞ্চলের জনগনের নিকট স্বরনীয় হয়ে থাকবেন, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ ও ঘিলাছড়া নিয়ে উনার যেমনি অনেক সপ্ন ছিলো, অনুরূপ ঘিলাছড়া মহিলা মাদ্রাসাকে নিয়ে ও উনার পরিকল্পনা ছিলো।
উপস্থিত আলোচকগন পর্যায়ক্রমে উল্লেখ করেন যে তিনি সেই ব্যক্তি যার শূণ্যতায় কাতর হয়ে আছে অত্র অঞ্চলের জনগন, তিনির উন্নয়নমূলক কার্যক্রমের অনেক বিবরণী উল্লেখ করেন বক্তাগন এবং মন থেকে উনার পরকালিন জীবনের সফলতা কামনা করেন। জামাতে রাবেয়া ও খামেছার ছাত্রীগনের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত এই দুয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাও: আব্দুল মালিক (দয়ামিরী)
মোনাজাতে মরহুম এমপি সাহেবের জন্য মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহতালা যেন উনার ভূল ত্রুটি ক্ষমা করে উনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন সেই মিনতি পেশ করা হয়, দেশ জাতি সকলের শান্তি মুক্তি কামনা করা হয়,
আল্লাহতালা এই মাদ্রাসাকে কবুল করুন, মাদ্রাসার সাথে সংশ্লিষ্টদেরকে ও কবুল করুন দীন দুনিয়ার কল্যাণ দান করুন- আমিন।