ফেঞ্চুগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে আজ সকালে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ / চারা ও উপকরণ সহায়তা বাবদ নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ৩ আসনের সংসদ সদস্য, ধর্ম ও বাণিজ্য মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাখি আহমেদ, কৃষি কর্মকর্তা আকলিমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খছরু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর, ২নংমাইজগাও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মঈন উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক সাইস্থা- প্রমুখ।