বালাগঞ্জের নশিওরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল শাহাদাত রুকনের মা দিলারা বেগম (৬৫) এর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) বাদ আসর নশিওরপুর ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
জানাজায় বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আহমদ আলী, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির খসরু, দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এণ্ড কলেজ গভর্ণিং বডির সদস্য এনায়েতুর রহমান রাজু, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু, সিলেট জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি ছয়ফুল আলম, আওয়ামী লীগ নেতা হাজী সাইস্তা মিয়া, ছাদিকুর রহমান, ইসলাম উদ্দিন, বিএনপি নেতা মো. বাবরু মিয়া, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম সালেহ, দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সভাপতি কয়েসুল আলম কয়েস, সাধারণ সম্পাদক সুহেল আহমদ, জেলা ছাত্রলীগ নেতা এমরুল হক, নশিওরপুর জাগরণী যুব সংঘের সভাপতি সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেওয়ান বাজার ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল শাহাদাত রুকনের মা দিলারা বেগম (৬৫) গত বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল ৯টা ১০মিনিটের সময় সিলেট রাগিব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। ওই দিনই বাদ আসর মরহুমার দাফন সম্পন্ন হয়েছে। তিনি সম্প্রতি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে ৩ছেলে, ২মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।