ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর তাহির জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে অতিথি হিসেবে নসিহত পেশ করেন সিলেট নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নজমুদ্দিন কাসেমী, জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার প্রধান মুফতি মোহাম্মদ আব্দুল্লাহ, শাহ সুলতানপুর (রহ.) মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা রেদওয়ানুল হক চৌধুরী, খাগদিওর ইসলামিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিন, মাদরাসার নাজিম মাওলানা সিকন্দর আলী, মুফতি নাসির আল হাদি, তাহির জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুশ শহীদ প্রমুখ।
দোয়া মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন আব্দুল ওয়াদুদ মানিক মাস্টার, প্রবীণ মুরুব্বি সিদ্দেক আলী, তাজুল উল্লাহ, মকবুল হোসেন মেম্বার ও ডা. আব্দুল জলিল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকর্মী সুহেল আহমদ কণ্ট্রাক্টর, সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু প্রমুখ। মাহফিল পরিচালনা করেন বেলাল আহমদ।