সোমবার, ৭ অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আল্লামা ফুলতলী (র.) এর ঈসালে সাওয়াব মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ



মোহাম্মদ সোবেল।। হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর ১২তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত ঈসালে সাওয়াব মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১০টায় শুরু হওয়া এ মাহফিল ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাদ ফজর শেষ হয়।

ঈসালে সাওয়াব মাহফিল সুন্দর ও সফল করে তোলায় মাহফিলে আগত অতিথিবৃন্দ, মুরিদীন-মুহিব্বীন, প্রশাসন, পুলিশ বাহিনী, জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, উপজেলা ফায়ার সার্ভিস, মেডিকেল টিম, পল্লী বিদ্যুৎ সমিতি, স্বেচ্ছাসেবক বাহিনী, পরিবহন মালিক-শ্রমিকবৃন্দ ও এলাকাবাসীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বিশাল জনসমাবেশের কারণে যান চলাচল ও যাতায়াতে সাময়িক বিঘ্ন ঘটায় আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন:

প্রিন্ট করুন প্রিন্ট করুন

error: Content is protected !!