দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চঞ্চল মাহমুদ ফুলর এর উপর হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (১৫ জানুয়ারি) প্রেসক্লাব কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন – প্রেসক্লাবের সহসভাপতি শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, সহসাধারণ সম্পাদক নূরুল হক শিপু, কোষাধ্যক্ষ এম.এ খালিক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাদ উদ্দিন দুলাল, দপ্তর ও পাঠাগার সম্পাদক শিপন আহমদ, নির্বাহী সদস্য আজমল খান, হুমায়ূন কবির লিটন ও শরীফ আহমদ।
প্রতিবাদ সভায় বক্তারা চঞ্চল মাহমুদ ফুলরের উপর হামলার নিন্দা ও মিথ্যা মামলা প্রত্যাহারে দাবি জানিয়ে প্রশাসনকে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। হামলাকারীদের গ্রেফতারে প্রশাসন ব্যর্থ হলে বক্তারা কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। (বিজ্ঞপ্তি)